বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | East Bengal: বোরহার অনুপস্থিতিতে চিন্তায়, রেফারিং ভাবাচ্ছে কুয়াদ্রাতকে

Sampurna Chakraborty | ২৩ জানুয়ারী ২০২৪ ১৭ : ৪৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কয়েক মাসের ব্যবধানে আরও একটা সেমিফাইনাল। ১৮০ মিনিটের প্রথম ৯০ মিনিট উত্তীর্ণ হওয়ার লড়াই। ডার্বি জয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় ফাঁড়া পেরিয়ে গিয়েছে। এবার স্বপ্ন হাতছানি দিচ্ছে। ডুরান্ডে হয়নি। এবার পারবে কি ইস্টবেঙ্গল? এই প্রশ্নের জবাব খুঁজতে কার্লেস কুয়াদ্রাতের দ্বারস্থ হতে হবে। কারণ অনেকটাই যে তাঁর মস্তিষ্কের ওপর নির্ভর করছে। ইতিমধ্যেই বাংলার ফুটবলে "প্রফেসর" টাইটেল অর্জন করেছেন। এবার তিনি নিজের ছাত্রদের কীভাবে চালনা করবেন তার ওপরই নির্ভর করবে ম্যাচের ভাগ্য। তবে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কার্ডের জন্য বোরহাকে পাওয়া যাবে না। কিছুটা হলেও যা কুয়াদ্রাতের কপালে ভাঁজ ফেলছে। কারণ মাঝমাঠের দায়িত্ব অনেকটা একাই নিজের কাঁধে তুলে নেন স্প্যানিশ মিডিও। এবার তাঁর বিকল্প খুঁজতে হবে। তাই বোরহা প্রসঙ্গ উঠতেই রেফারির ওপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন কুয়াদ্রাত। পাশাপাশি এও বুঝিয়ে দিলেন, প্রতিপক্ষ জামশেদপুর ছাড়াও রেফারিং দিয়ে আতঙ্কে আছেন তিনি। কুয়াদ্রাত বলেন, "বোরহার না থাকা বড় ক্ষতি। রেফারির বাজে সিদ্ধান্ত। সেদিন একসঙ্গে তিনটে হলুদ কার্ড দেখিয়েছে। রেফারিকে পরিস্থিতি বুঝতে হবে। একটা অ্যাকশনে তিনজনকে হলুদ কার্ড দেখানো কখনই শ্রেয় নয়। ও রেফারির সঙ্গে কথা বলতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছে। রেফারিং খুব খারাপ হয়েছে। মোহনবাগানের দুটো লালকার্ড হওয়া উচিত ছিল। কড়া ট্যাকেলে কোনও কার্ড দেখায়নি। কিন্তু বোরহা রেফারির সঙ্গে কথা বলতে গিয়ে কার্ড দেখল। খুব খারাপ রেফারিং।"

মোহনবাগানের বিরুদ্ধে শুরু থেকেই ছ"জন বিদেশিকে নামিয়ে দিয়েছিলেন লাল হলুদ কোচ। বুধবারও প্রথম একাদশে পাঁচজনকে রেখেই শুরু করবেন। এক গোলের মার্জিনে সন্তুষ্ট থাকতে চান না। কথাবার্তায় বুঝিয়ে দিলেন সেমিতেও গোল সংখ্যা বাড়ানোর জন্য ঝাঁপাবে ইস্টবেঙ্গল। লক্ষ্য ৯০ মিনিটেই খেলা শেষ করা। কুয়াদ্রাত বলেন, "কঠিন ম্যাচ। যেকোনও টুর্নামেন্টের সেমিফাইনাল চ্যালেঞ্জিং। জামশেদপুর টানা জিতছে। পিছিয়ে থেকেও ফিরে আসছে। মোমেন্টাম পেয়ে গিয়েছে। আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমরা নিজেদের খেলা খেলার চেষ্টা করব। প্রথম তিনটে ম্যাচে আমরা প্রতিপক্ষের থেকে ভাল খেলেছি। শেষদিকে ব্যবধান কম থাকলে অনেক কিছু হতে পারে। পেনাল্টি দিতে পারে রেফারি। আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত যেতে পারে। এগুলো মাথায় রেখে খেলতে হবে।" জামশেদপুরের বিরুদ্ধেও সিনিয়র, জুনিয়র মিশ্রণে দল গড়বেন। প্রত্যেক ম্যাচেই রক্ষণ ভাল খেলছে। কালও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান। এই প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, "আমরা ধারাবাহিকতা দেখিয়েছি। সুপার কাপের তিনটে ম্যাচেই রক্ষণ ভাল খেলেছে। আগের ম্যাচে মোহনবাগান শুধু সেট পিস থেকে সুযোগ তৈরি করেছে। আশা করব সেমিফাইনালেও একই হবে। আমি জুনিয়রদের সুযোগ দেওয়ার চেষ্টা করছি। বিষ্ণু ভাল খেলছে। তবে এখনও অনেক কিছু শিখতে হবে। মোহনবাগানের বিরুদ্ধে সুযোগ পেয়েও গোল করতে পারেনি। আশা করছি ভুল শুধরে নেবে।" একসময় ইস্টবেঙ্গলের কোচ ছিলেন খালেদ জামিল। দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে কোচিং করছেন। হাতের তালুর মতো সবকিছু চেনেন। তাই জামশেদপুরের কোচকে সমীহ করছেন। কুয়াদ্রাত বলেন, "খালেদ জামিল ভারতীয় ফুটবল সম্বন্ধে জানে। অনেকদিন ধরে আছে। জামশেদপুর কয়েকটা ম্যাচে ভাল রেজাল্ট পেয়েছে। ওকে সমীহ করতেই হবে।" 

অনেকেই ভাবছে ইস্টবেঙ্গল এবং ফাইনালের মধ্যে দাঁড়িয়ে খালেদ জামিল। তাঁর রক্ষণাত্মক স্ট্র্যাটেজির জালে আটকে যেতে পারে লাল হলুদ। কিন্তু খোদ খালেদ তেমন মনে করছেন না। বরং কুয়াদ্রাতের ভূয়সী প্রশংসা করেন। খালেদ বলেন, "আমি কিছুই করিনি। প্লেয়ারদের জন্য এই রেজাল্ট। দলগত জয়। দলের সবাই খুব পরিশ্রম করছে। আমার কাছে সব দলই এক। সবার বিরুদ্ধে একইরকম প্রস্তুতি নিই। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কুয়াদ্রাত ভাল কোচ। বর্তমানে বিদেশি কোচদের মধ্যে অন্যতম সেরা।" ডার্বিতে জোড়া গোল করেন ক্লেইটন সিলভা। সুপার কাপের তিন ম্যাচে মোট চার গোল। জামশেদপুর কোচের দাবি, ক্লেইটনকে নিয়ে আলাদা কিছু ভাবছেন না। পুরো দলকেই গুরুত্ব দিচ্ছেন। খালেদ বলেন, "ইস্টবেঙ্গল ভাল দল। বিদেশিরা ভাল। সব প্লেয়ার ভাল। অভিজ্ঞ। আইএসএলে খেলে। ম্যাচটা হালকাভাবে নিচ্ছি না। ক্লেইটন ভাল খেলছে। তবে ম্যাচের গতি প্রকৃতির ওপর নির্ভর করছে কীভাবে ওকে আটকাব।" প্রাক্তনীর কাঁটা উপড়ে কি ফাইনালে পা রাখতে পারবে কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল? নাকি খালেদের জালে ধরা দেবে? 
 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

মাঠে নামতে আর বাধা নেই, কেরালার বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে পারে আনোয়ারকে...

তারকাদের ব্যর্থতার দিনে অশ্বিনের শতরানের রহস্য কী? ...

টেস্ট শুরুর আগে কুলদীপকে অপহরণ? দুই তারকা ক্রিকেটারের ভিডিও ভাইরাল...

গম্ভীর-জমানায় উপকৃত হবে ভারতীয় ক্রিকেট, গুরু গৌতমের পাশে দ্রাবিড়...

প্রাথমিক ধাক্কা সামলে অশ্বিনের শতরানে প্রত্যাবর্তন, চালকের আসনে ভারত...

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...



সোশ্যাল মিডিয়া



01 24